মধ্যরাতের ট্রেন-এ নাবিলা আলম পলিন
১১ জানুয়ারি রাত ১১টা ৩০ মি:, মাছরাঙা টেলিভিশন
উপস্থাপনা: অশোক ব্যাপারী
প্রযোজনা: আবুল হোসেন খোকন
অভিনেত্রী ও লেখিকা নাবিলা আলম পলিনের জন্ম জামালপুর জেলায়। তাঁর বাবা ছিলেন সরকারি চাকুরে, পাশাপাশি ‘সপ্তরূপা’ নামের একটি নাট্যদল পরিচালনা করতেন। তাঁর হাত ধরেই অভিনয় জগতে আসেন পলি।
১৯৯৬ সালে ‘ঢাকা সংলাপ’ নামের একটি মঞ্চ নাটকে যোগ দেন পলি। ‘থুক ঢাকা’ নামের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চ অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। পলি’র অভিনয়ে প্রথম টিভি নাটক ‘শ্রাবণের জল’। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত হন। এ পর্যন্ত ১৬টি ধারাবাহিক নাটক ও ৩০টি’র মত একক নাটকে অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি পলি কবিতা লিখেন। ‘বিষন্ন ফুলের ঘ্রাণ’ শিরোনামে তাঁর একটি কবিতার বই প্রকাশিত হয়েছে।
এই গুণী অভিনেত্রী ও লেখিকা আসছেন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘মধ্যরাতের ট্রেন’-এর অতিথি হয়ে। রাতের আবহে অতিথি’র সাথে আড্ডা-আলোচনায় থাকছেন উপস্থাপক অশোক ব্যাপারী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আবুল হোসেন খোকন।
সাতদিন/এমজেড/১০জানুয়ারি২০১৫