সকালের ডায়রী ও হাওয়া লাগে গানের পালে’র অতিথি জয় শাহরিয়ার
১২ জানুয়ারি সকাল ৭টা ৩০ মি:, এসএ টিভি
প্রযোজনা: খালিদ পলাশ
জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড ‘নির্ঝর’-এর দলনেতা জয় শাহরিয়ার চার বছর বয়স থেকেই গান বাজনার সাথে যুক্ত হন। তাঁর মায়ের প্রতিষ্ঠা করা শিশু-কিশোরদের সংগঠন ‘সূর্যমুখী’র সাথে যুক্ত ছিলেন শৈশব থেকে। বরেণ্য সংগীতশিল্পী ওস্তাদ সোহরাব হোসেন এবং এম এ মান্নান-এর কাছে নজরুল সংগীত শিখেছেন তিনি। পরবর্তীতে তিনি পপসংগীতের প্রতি আকৃষ্ট হন এবং এসএসসি পাশ করার পর পর বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘নির্ঝর’। এটা ছিল ৯০-এর দশকের ঘটনা। ব্যান্ড ‘নির্ঝর’-এর প্রথম অ্যালবাম ‘স্বপ্নঘুড়ি’ বাজারে আসে ২০০৬ সালে।
জয় শাহরিয়ারের প্রথম একক অ্যালবাম বাজারে আসে ২০০৯ সালে। তরুণ প্রজন্মের এই গুণী শিল্পী আসছেন এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘সকালের ডায়রী ও হাওয়া লাগে গানের পালে’র অতিথি হয়ে।
প্রতিদিন সকালে এক বা একাধিক অতিথির সাথে আড্ডা ও আড্ডার মাঝে সকালের আবহে যায় এমন গানের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে ‘সকালের ডায়েরী ও হাওয়া লাগে গানের পালে’ শিরোনামের অনুষ্ঠানটি। গানগুলো সরাসরি গাওয়া হবে না। এগুলো এসএটিভি’তে প্রচারিত বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান থেকে নেয়া হবে। কখনও অতিথি যদি সঙ্গীতশিল্পী হন সেক্ষেত্রে তাঁর সুবিধার জন্য একটি হারমোনিয়াম বা অন্য কোনও বাদ্যযন্ত্র থাকতে পারে। একজন উপস্থাপকের উপস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালিত হবে।
অনুষ্ঠানের সম্ভাব্য সেগমেন্টসমূহ হল অতিথির সাথে আড্ডা, গান শোনা, রাশিচক্র, নানান কিছুর উপর ছোট ছোট প্যাকেজ, জন্মদিনের শুভেচ্ছা, বিভিন্ন বিষয়ে টিপস, বাড়ির আসবাবপত্র, তাৎক্ষণিক চিকিৎসা।
সাতদিন/এমজেড/১১জানুয়ারি২০১৫