সঙ্গীতশিল্পী তানভীর তারেক’কে নিয়ে “ভালো আছি ভাল থেকো”

১২ জানুয়ারি রাত ৮টা, মোহনা টিভি

মোহনা টিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে জনপ্রিয় সেলিব্রেটিদের নিয়ে আড্ডা’র অনুষ্ঠান ‘ভালো আছি ভাল থাকো’। সপ্তাহের প্রতি শনি থেকে সোমবার নিয়মিত ভাবে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে একজন জনপ্রিয় সেলিব্রেটিকে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়। অনুষ্ঠানে গল্প আর আড্ডার মধ্য দিয়ে অতিথির জীবনের জানা অজানা নানা বিষয় উঠে আসবে। নাজিরুল ইসলাম আকাশের প্রযোজনায় ও নুসরাত জাহান এর উপস্থাপনায় অনুষ্ঠানের আজকের অতিথি কন্ঠশিল্পী ও বিনোদন সাংবাদিক তানভীর তারেক। দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত ৮ টায়।


আড্ডা ও আলোচনা

 >  Last ›