বাংলায় ডাবকৃত হলিউড মুভি

এয়ার আমেরিকা

বিকাল ৩টা ৫মি:, চ্যানেল আই

পরিচালক: রজার স্পটিশউড
অভিনয়: মেল গিবসন, রবার্ট ডাউনি জুনিয়র, ন্যান্সি ট্র্যাভিস

বিলি কভিংটন লস এঞ্জেলস রেডিও স্টেশনের একজন পাইলট। আইনভঙ্গ করার কারণে লাইসেন্স হারিয়ে যখন সে অথৈ সাগরে পড়েছে তখনই এক সরকারি এজেন্ট তার জন্য একটি চাকরির প্রস্তাব নিয়ে আসে। সিআইএ’র একটি গোপন অভিযানে অংশ নেওয়ার বিনিময়ে তার লাইসেন্স ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সেই লোক। বেকার বিলি কভেন্ট অন্য কোন উপায় না দেখে এই প্রস্তাব মেনে নেয় এবং জড়িয়ে পড়ে একটি বিপদজনক অভিযানে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘এয়ার আমেরিকা’।

একশন-কমেডি ঘরনানার এই সিনেমাটি মুক্তি পায় ১৯৯০ সালে। সত্য ঘটনা অবলম্বনে লেখা ক্রিস্টফা রবিনস-এর বই অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেন রজার স্পটিসউড। এতে অভিনয় করেছেন মেল গিবসন, রবার্ট ডাউনি জুনিয়র, ন্যান্সি ট্র্যাভিস, কেন জেনকিনসন, ডেভিড মার্শাল গ্রান্ট’সহ আরও অনেকে।

সাতদিন/এমজেড/১১জানুয়ারি২০১৫


মুভি

 >  Last ›