অনলাইনে তানভীরুল ইসলাম মিঠু’র চিত্রপ্রদর্শনী
১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি
ওয়েব ঠিকানা: www.artistmithu.com
অনলাইনে চলছে শিল্পী তানভীরুল ইসলাম মিঠু’র ‘লাইন অফ লাইফ’ শীর্ষক প্রদর্শনী। অনলাইনে এটি তাঁর ৩য় প্রদর্শনী। স্বাধীনতার ৪৩ বছর পূর্তিকে স্মরণ করে এই প্রদর্শনীতে ৪৩টি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী চলছে।
প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলোতে রেখার প্রাধান্য দেখা যায়। শিল্পী যেন রেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন জীবনের নানা অভিজ্ঞতা। ছবিগুলোতে রঙের ব্যবহার সীমিত রাখা হয়েছে।
শিল্পী তানভীরুল ইসলাম মিঠু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরুকলা অনুষদ হতে বিএফএ ও এমএফএ সম্পন্ন করেন। শিল্পীর প্রথম একক প্রদর্শনী হয় ২০০১ সালে ঢাকার জয়নুল গ্যালারিতে। দীর্ঘ বিরতির পর ২০১৩ সালে তাঁর প্রথম অনলাইন প্রদর্শনী হয়। এ ছাড়া তিনি অংশ নিয়েছেন বহু দলীয় প্রদর্শনীতে। শিল্পী তানভীরুল ইসলাম মিঠু বর্তমানে এনটিভি’তে চিফ মোশন গ্রাফিকস ডিজাইনার হিসেবে কর্মরত আছেন।
সাতদিন/এমজেড/১২জানুয়ারি২০১৫