শুধুই আড্ডায় মাহফুজ আহমেদ

রাত ৮টা বৈশাখী টিভি

উপস্থাপনা- ফারহানা নিশো
প্রযোজনা- পলাশ মাহবুব

টিভি-নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেলিং-এর জগতেও দারুণ সফল মাহফুজ আহমেদ। টেলিভিশনের জন্য ধারাবাহিক নাটক নির্মান করেও প্রশংসিত হয়েছেন।

মাহফুজ আহমেদের জন্ম নোয়াখালি জেলায়। সাংবাদিকতার মাধ্যমে কর্ম জীবন শুরু করেন তিনি। নন্দিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও হুমায়ুন আহমেদ-এর মাধ্যমে তিনি টেলিভিশনের নাটকে অভিনয় শুরু করেন। ‘কোথাও কেউ নেই’, ‘চোখের বালি’, ‘দেবদাস’, ‘চৈতা পাগল’সহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। মাহফুজ আহমেদ পরিচালিত নাটকের মধ্যে রয়েছে—‘বনলাতা সেন’, ‘খেলা’, ‘চৈতা পাগল’ ইত্যাদি। তিনি ‘দুই দুয়ারি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘জয়যাত্র’, ‘লাল সবুজ’ ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

২০০৫ সালে চলচ্চিত্র ‘লাল সবুজ’-এ অভিনয়ের জন্য মাহফুজ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়াও তিনি চারবার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। চিরসবুজ এই অভিনেতা আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘শুধুই আড্ডা’য়। অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৩ জানুয়ারি, মঙ্গলবার রাত ৮টা ও ১৪ জানুয়ারি, সকাল ৮টা, বৈশাখী টিভি


সাতদিন/এমজেড/১২জানুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›