রাত ৮টা ৪৫মি, চ্যানেল নাইন
নৃত্যানুষ্ঠান: ঘুঙুর বাজে ছন্দে
ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রধান চারটি ধারার একটি হল কত্থক নৃত্য। কত্থক নৃত্যে প্রধানত রাধা কৃষ্ণের লীলা কাহিনীই রূপায়িত হত। দীর্ঘকাল ধরে ধর্মীয় উৎসব ও মন্দিরে এই ধারার নৃত্য পরিবেশিত হত। মোঘল আমলে দরবারী সঙ্গীত ও নৃত্যের যুগ সূচিত হলে কত্থক নৃত্যের একটি সুসংগঠিত রূপ গড়ে ওঠে।
কথকনৃত্য নিয়ে চ্যানেল নাইনের অনুষ্ঠান ‘ঘুঙুর বাজে ছন্দে’। বাংলাদেশের বিভিন্ন জেলা ও ঢাকার কথক নৃত্যের শিল্পীরা এতে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে। প্রযোজনা করেছেন মাহফুজুর রহমান।
সাতদিন/এমজেড