যুক্তি তক্কো আর গপ্পো
এবারের বিষয় ‘‘রিপোর্টিং এ্যান্ড মিসরিপোর্টিং
১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৪৫ মি: দেশটিভি
উপস্থাপনায়- আবদুল্লা আল মামুন
পরিকল্পনা- রবিউল করিম
অতিথি- মুহম্মদ জাহাঙ্গীর, নাঈমুল ইসলাম খান, জাহিদ নেওয়াজ খান এবং জাহানারা পারভীন
যুক্তি তক্কো আর গপ্পো-এর এবারের বিষয় সাংবাদিকতায় ‘‘রিপোর্টিং এ্যান্ড মিসরিপোর্টিং”। সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ইস্যুতে গণমাধ্যম কি পারছে নির্মোহভাবে অবদান রাখতে? ঘটনার বাস্তবতা, দর্শকচাহিদা এবং সাংবাদিকতা নীতির সমান্তরালে সাংবাদিকগন যা তুলে ধরেন এটা কি পর্যবেক্ষনলব্ধ ঘটনার একমাত্র ফলাফল নাকি রয়ে যায় ভিন্ন কিছুও। কতটুকু সততা এবং দক্ষতার পরিচয় দেন আমাদের গণমাধ্যম কর্মীরা? তাদের সীমাবদ্ধতা কী? ইত্যাদি নিয়ে জমে উঠবে আলাপ এবারের পর্বে। এসব বিষয়ে কথা বলার জন্য উপস্থিত থাছেন আমাদের অর্থনীতি-এর সম্পাদক নাইমুল ইসলাম খান, কলামিস্ট মোহাম্মদ জাহাঙ্গির, লেখিকা জাহানারা পারভীন এবং চ্যানেল আই-এর বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ জুয়েল।
‘যুক্তি তক্কো আর গপ্পো’ একটি টকশো। তবে এর উপস্থাপন গতানুগতিক টকশোর চেয়ে আলাদা। এটি বিষয় ভিত্তিক, প্রতিটি পর্বে নতুন নতুন বিষয়ে আলোচনা করা হবে। আলোচকদের মধ্যে থাকবেন উক্ত বিষয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আর সেই সাথে থাকবেন একজন সঞ্চালক। গল্প হবে, আড্ডা হবে, কথার বিপরীতে কথা হবে, হবে যুক্তি খন্ডন। এই আড্ডা জীবনঘনিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে যে ভিন্ন ভিন্ন মতগুলি রয়েছে সবগুলো মতকে এক জায়গায় নিয়ে আসার একটা প্রয়াস। এখানে বিভিন্ন মতের পক্ষে-বিপক্ষে নানারকম যুক্তি তর্ক উপস্থিত হবে, যার লক্ষ্য থাকবে দিনশেষে এই আলোচনা এবং তর্ক যেন দর্শকের ভাবনার খোরাক জোগায়। অনুষ্ঠানটিকে সরাসরি দর্শকদের সঙ্গে সম্পৃক্ত করার জন্য থাকবে দর্শক মতামত। দর্শকরা আলোচ্য বিষয় নিয়ে তাদের অভিযোগ ও প্রত্যাশার কথা জানাবেন।
এ পর্বের বিষয় "রিপোর্টিং এর পেশাদারিত্ব ও নানা বর্ণ " সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেনঃ
https://www.facebook.com/juktitokkorgoppo?fref=nf
১) আপনি কি টেলিভিশন নিউজ দেখেন? আমাদের দেশের নিউজের মান কেমন?
২) টেলিভিশন রিপোর্টিং এর কোন বিষয়গুলো আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হয়?
৩) গত ৩/৪ বছরে এমন কোন ঘটনা কি বলতে পারেন যেখানে দ্বায়িত্বশীল রিপোর্টিং এর অভাব বোধ করেছেন?
৪) কী কী কারণে রিপোর্টাররা উদ্দেশ্যমূলক রিপোর্ট করে থাকেন?
৫) বস্তুনিষ্ঠ রিপোর্টিং এ কোন কোন বিষয়গুলো একজন রিপোর্টারের বিবেচনা করা উচিত?
রবিউল করিমের পরিকল্পনায়, আবদুল্লা আল মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আলমগীর হোসেন। অনুষ্ঠানটি প্রতি বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেশটিভিতে প্রচারিত হবে।