বেলাশেষে’র অতিথি আবদুস সবুর খান চৌধুরী

১৪ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মি:, এসএ টিভি

প্রযোজনা: কাজী চপল

প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুস সবুর খান চৌধুরী আসছেন এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হয়ে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত আছেন তিনি। পশাপাশি কাজ করছেন ছায়ানট’সহ বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের সাথে। বেতারে অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি আবৃত্তি চর্চা করছেন এবং টিএসসি কেন্দ্রিক আবৃত্তি সংগঠনগুলোর বিভিন্ন কর্মশালা পরিচালনা করে আসছেন।

আবদুস সবুর খান বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রে যোগ দেন ১৯৬৯ সালে। এরপর ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রে যোগ দেন। সেখানে ২০০০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন তিনি। এরপর জনাব আবদুস সবুর খান বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন ‘রেডিও মেট্রোওভ’-এ যোগ দেন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রে কর্মরত আছেন।

‘বেলাশেষে’ অনুষ্ঠানে জনাব আবদুস সবুর খান বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তী উদযাপন এবং দীর্ঘ দিনের পথ চলা প্রসঙ্গে নানা কথা বলেছেন। তিনি গণমাধ্যমে ভাষার ব্যবহার, প্রমিত বাংলা উচ্চারণ প্রসঙ্গেও কথা বলেন। সাতদিনের সাথে কথা প্রসঙ্গে আবদুস সবুর খান চৌধুরী বলেন, গণমাধ্যমকে শুধু ব্যবসার হাতিয়ার হিসেবে বিবেচনা করলে চলবে না। গণমাধ্যমের রয়েছে সামাজিক দায়িত্ব। তাই গঠনমূলক ও সমাজের জন্য মঙ্গলকর কিছু করার চেষ্টা করা প্রয়জোন।

সাতদিন/এমজেড/১৩জানুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›