প্রবীর মিত্র’কে নিয়ে ‘অন্তরে মম’

১৪ জানুয়ারি বিকাল ৪টা ৩০ মি:, এসএ টিভি

প্রবীর মিত্র, বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান শক্তিমান এই অভিনেতা যিনি প্রায় চার যুগ ধরে চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। এ পর্যন্ত তিন’শ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

স্কুলে পড়া অবস্থায় রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ নাটকে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবনের শুরু হয়। নাটকটিতে তিনি প্রহরী চরিত্রে অভিনয় করেন। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে পদার্পণ করেন ১৯৬৮ সালে।

প্রবীর মিত্র অভিনীত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘চাবুক’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ইত্যাদি। তিনি ১৯৮৩ সালে ‘বড় ভালো লোক ছিল’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

প্রবীণ এই অভিনেতাকে দেখা যাবে এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘অন্তরে মম’-এর অতিথি হিসেবে।

সাতদিন/এমজেড/১৩জানুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›