মুস্তাফা নূরউল ইসলামের উপস্থাপনায়

কথামালা’র অতিথি ড. বিশ্বজিৎ ঘোষ ও শামসুজ্জামান খান

১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১৫ মি:, এটিএন বাংলা

এবারের বিষয়: উপন্যাসের কথা

পরিচালনায় : তাশিক আহমেদ

ড. বিশ্বজিৎ ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন। পাশাপাশি তিনি গবেষণা ও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন।

অপরদিকে গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষক শামসুজ্জামান খান বর্তমানে বাংলা একাডেমি’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জন্ম ১৯৪০ সালে, মানিকগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি জগন্নাথ কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সাংস্কৃতিক জগতের এই দুই উজ্জ্বল নক্ষত্রকে দেখা যাবে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আড্ড-আলোচনার অনুষ্ঠান ‘কথামালা’-তে। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

সাতদিন/এমজেড/১৩জানুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›