পুরানো ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব
১৪ জানুয়ারি, পুরানো ঢাকা
পৌষের শেষ দিনে উৎসবে মেতে ওঠা পুরানো ঢাকার ঐতিহ্যের অংশ। এটি গ্রাম বাংলায় আবহমান কাল ধরে চলে আসা পৌষ সংক্রন্তির একটি ভিন্ন রূপ। এই দিনে ঘুড়ি ওড়ানো আর রঙ-বেরঙের হাউই ছোটানোর পাশাপাশি চলে আগুন নিয়ে নানা রকমের খেলা। একেই বলা হয় সাকরাইন উৎসব।
এ বছর ১৪ জানুয়ারি, পৌষের শেষ দিন এই উৎসবে মেতে উঠবে পুরনো ঢাকার দয়াগঞ্জ, মুরগীটোলা, কাগজিটোলা, গেন্ডারিয়া, বাংলাবাজার, ধূপখোলা মাঠ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা, সদরঘাট, কোটকাচারী এলাকার মানুষ। সারাদিন ঘুড়ি ওড়ানোর পর থাকছে নানান ধরনের কাবারের আয়োজন। আর রাতের আকশে দেখা যাবে রঙিন হাউই।
সাতদিন/এমজেড/১৩জানুয়ারি২০১৫