টকশো দৃষ্টিকোণ
ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং মনিরুল হক চৌধুরী
১৪ জানুয়ারি রাত ৯টা ৪০ মি, মোহনা টেলিভিশন
সমসাময়িক রাজনীতি ও দেশ-বিদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনামূলক সরাসরি অনুষ্ঠান নিটল-টাটা‘‘দৃষ্টিকোন’’। শাহনেওয়াজ এর প্রযোজনায় এম ফরহাদ হোসেন ও আশরাফুল আযমের উপস্থাপনায় প্রতিদিন ৯ টা ৪০ মিনিট প্রচারিত অনুষ্ঠানটি। সরাসরি এই অনুষ্ঠানটিতে রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে অভিজ্ঞ আলোচকগন উপস্থাপকের সাথে খোলামেলা আলোচনা করেন এবং ফোনে দর্শকের প্রশ্নের উত্তর দেন। আজকের অতিথি আইনজীবী ও বিএনপি নেতা ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং মনিরুল হক চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক।
সাতদিন/জেকে/১৩ জানু ১৪