মিউজিক স্টেশনে মেহরাব ও কর্নিয়া
১৫ জানুয়ারি রাত ১১ টা ২০ মি আরটিভি
উপস্থাপনা- ঈশিকা
প্রযোজনা- শাহ আমীর খসরু
তরুণ শিল্পী মেহরাব ও কর্ণিয়া। এ শিল্পীদ্বয় এবার গাইতে আসছেন আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘মিউজিক স্টেশন’ এ । তাঁরা শ্রোতাদের পছন্দ সহ নিজের পছন্দেরও গান করবেন মিউজিক স্টেশনে।
এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন বাংলাদেশে সংগীতের নানা বিষয় নিয়ে।
মিউজিক স্টেশন দেখবেন ১৫ জানুয়ারী বৃহস্পতিবার রাত ১১ টা ২০ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল ,উপস্থাপিকা ঈশিকা ও প্রযোজনা করেছেন শাহ আমীর খসরু।