বিশেষ সঙ্গীতানুষ্ঠান' এবি দ্য কিং
১৫ জানুয়ারি রাত ১১টা এটিএন বাংলা
উপস্থাপনা- রুমানা মালিক মুনমুন
জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ব্যান্ডদল এলআরবিকে নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কুইন রহমান। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু পরিবেশন করেছেন মোট ৮টি গান। উপস্থাপিকার সাথে আলাপচারিতার ফাঁকে ফাঁকে দর্শকদের জন্য গান গেয়েছেন তিনি। জানিয়েছেন পুরনো স্মৃতিকথা, গান সম্পর্কে নিজের ভালোলাগার কথাও। সুখেরই পৃথিবী, এখন অনেক রাত, হাসতে দেখ, একদিন ঘুমভাঙ্গা শহরে, সেই তুমি, সাবিত্রী রায়ের মতো জনপ্রিয় গানের পাশাপাশি এবি দ্য কিং অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকছে অনিমেষ এবং যুদ্ধে যাব শিরোনামে আরও দুটি গান।
উল্লেখ্য অনুষ্ঠানটি এর আগে ২০১২ সালে এটিএন বাংলার ঈদ উল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হয়।
এবি দ্য কিং বিশেষ সঙ্গীতানুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় ১৫ জানুয়ারি রাত ১১টায়
সাতদিন/জেকে/১৫জান২০১৫