তিশা ও তাহসান-এর অভিনয়ে

এ সপ্তাহের টেলিফিল্ম: এলিয়েন ও রূম্পার গল্প

১৫ জানুয়ারি সকাল ১০টা ৩০ মি:, এসএ টিভি

রচনা, চিত্রনাট্য ও পরিচালনা: মাবরুর রশিদ বান্নাহ্

গল্পের শুরুতেই দেখা যায় দুজন ব্যক্তি আলোচনা করছে। আলোচনার বিষয় বস্তু মানুষ, মানুষের চারিত্রিক বৈশিষ্ট ও কার্যকলাপ। আলোচনার মধ্যে বোঝা যায়, যে দুজন ব্যক্তি আলোচনা করছেন তারা আসলে কেউই মানুষ নন। তারা পৃথিবীর বাসিন্দাও নন। তারা বহুদিন যাবৎ মানুষ নিয়ে গবেষনা করছেন। মানুষের অনেক কিছুই তারা বুঝতে পারলেও একটি রহস্য তাদের কাছে পরিষ্কার না তা হল মানুষের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য— একে অপরকে ভালবাসা। যা আসলে এলিয়েন সমাজে নেই। এলিয়েনরা ভালবাসা বিষয়টি সম্বন্ধে জানতে উদগ্রীব। কি করে ইংল্যান্ডের রাজা ভালবাসার কারণে সিংহাসন ছেড়ে দেয়! পুত্র পিতার অবাধ্য হয়! ভালবাসার জন্য খারাপ মানুষটিও ভাল হয়ে যায়! বিষয়টি খুবই রহস্যজনক। তাই তারা পৃথিবীতে অ্যাসাইনমেন্ট দিয়ে একজন এজেন্টকে পাঠানোর পরিকল্পনা করে যে কি না বিষয়টি নিয়ে সারেজমিন পরীক্ষা করবে এবং তাদেরকে রিপোর্ট জানাবে।

নাটকটি এসএ টেলিভিশনে সম্প্রচার করা হবে ১৫ জানুয়ারি ২০১৫ (বৃহস্পতিবার) সকাল ১০টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড/১৪জানুয়ারি২০১৫


নাটক

 >  Last ›