এ সপ্তাহের নাটক সুমুদ্দুর
১৫ জানুয়ারি রাত ৮টা জিটিভি
রচনা-নাজনিন চুমকি
পরিচালনা- চয়নিকা চৌধুরী
অভিনয়- মিলন, তারিন, সাঈদ বাবু
শান্ত আর রিমির দাম্পত্য জীবনে নির্ভরশীলতা আছে, কিন্তু ভালোবাসার জায়গা দখল করেছে সন্দেহ। সেখানে বিশ্বাস অনেকটা নড়বড়ে। এখন অবাক লাগার বিষয়, তাহলে ‘নির্ভরশীলতা’ কীভাবে তৈরি হলো?
নাজনিন চুমকির রচনা চয়নিকা চৌধুরীর পরিচালনায় একক নাটক সমুদ্দুর প্রচারিত হবে ১৫ জানুয়ারি রাত ৮ টায় জিটিভিতে।
সাতদিন/জেকে/১৫জান২০১৫