ঢাকায় আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন

১৫ থেকে ১৭ জানুয়ারি

সামরিক জাদুঘর, বিজয় সরণি

বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় শুরু হচ্ছে ‘এঙ্গেজ ঢাকা ২০১৫: প্লেস প্রেজেন্স’ শীর্ষক তিন দিনের স্থাপত্য সম্মেলন। বাংলাদেশ'সহ বিশ্বের বিভিন্ন দেশের ১৫ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থাপত্যচিন্তাবিদ, ইতিহাসবিদ, তাত্ত্বিক, শিক্ষক এবং পেশাজীবী স্থপতির অংশগ্রহণে ৩ দিনের এই সম্মেলন চলবে ১৫ থেকে ১৭ জানুয়ারি।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুর ৩টায় এই সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শুরু হবে। পরের দুদিন প্রভাতকালীন অধিবেশন শুরু হবে সকাল ১০টায়। মাঝে মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। সান্ধ্য অধিবেশন শুরু হবে দুপুর ২টায়, চলবে রাত ৮টা পর্যন্ত। বক্তারা প্রায় ৫০ মিনিটি ধরে তাঁর কাজ ও চিন্তাভাবনা নিয়ে আলোচনা করবেন। বক্তাদের অংশগ্রহণে একটি মুক্ত আলোচনার মধ্য প্রতিদিনের অধিবেশন শেষ হবে।

সম্মেলনের প্রথম অধ্যায় উৎসর্গ করা হয়েছে বাংলাদেশে আধুনিক স্থাপত্য চর্চার পথিকৃত মাজহারুল ইসলাম’কে।

এই সম্মেলনের মূল আলোচ্য বিষয় হিসেবে থাকছে স্থান (প্লেস) এবং উপস্থিতি (প্রেজেন্স)। যে সকল খ্যাতিমান ব্যক্তি আলোচনায় অংশগ্রহণ করবেন তাঁরা হলেন-

১। প্রিট্জকার অ্যাওয়ার্ড বিজয়ী জাপানের বয়োজ্যেষ্ঠ স্থপতি ফুমিহিকো মাকি
২। নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট স্থাপত্য-সমালোচক প্রফেসর কেনেথ ফ্র্যাম্পটন
৩। বাংলাদেশের বিশিষ্ট স্থপতি বশিরুল হক
৪। বিশিষ্ট শিক্ষক, সমালোচক ও স্থপতি প্রফেসর শামসুল ওয়ারেস
৫। যুক্তরাজ্যের বিশিষ্ট স্থাপত্য-ইতিহাসবিদ উইলিয়াম কার্টিস
৬। মালয়েশিয়ার স্বনামধন্য ইকো-আর্কিটেক্ট কেন ইয়েং
৭। বাংলাদেশের স্থপতি সাইফুল হক
৮। তুরস্কের স্থপতি হ্যান তুমারতাকিন
৯। স্থাপত্য-ইতিহাসবিদ ও যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাজী খালিদ আশরাফ
১০। হারভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব ডিজাইনের আরবান প্ল্যানিং বিভাগের চেয়ার প্রফেসর রাহুল মেহরোত্রা
১১। লস অ্যাঞ্জেল্সের আরবান ডিজাইনার ও স্থপতি ফারুক আমিন
১২। পিকিং বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ অব আর্কিটেকচারের ডিন প্রফেসর কনজিয়ান ইয়ু
১৩। ভারতের অরোভিল এবং মাদ্রিদে কর্মরত স্থপতি অনুপমা কুন্ডু
১৪। শ্রীলঙ্কার স্থপতি পালিন্দা কানড়বানগারা
১৫। মাদ্রিদের স্থপতি হেক্টর ফারনান্দেজ এলোরজা

‘দ্য আর্কিটেকচারাল রিভিউ(লন্ডন), আর্কিটেকচারাল রেকর্ড (নিউইয়র্ক), আর্কডেইলি (অনলাইন পোর্টাল), আর্কিটেকচার প্লাস ডিজাইন(নয়াদিল্লি)-এর বিখ্যাত পত্রিকার সম্পাদকবৃন্দ এই সম্মেলনে পর্যবেক্ষক হিসবে উপস্থিত থাকবেন।

স্থাপত্য বিষয়ে অধ্যয়নকারী ছাত্র এবং স্থপতিরা এই সম্মেলনে যোগ দিতে পারবেন। তবে সম্মেলনে যোগ দিতে হলে www.bengalfoundation.org এই ঠিকানায় গিয়ে নাম নিবন্ধন করতে হবে।

সাতদিন/এমজেড/১৪জানুয়ারি২০১৫


সাংস্কৃতিক অনুষ্ঠান

 >