সিনেমা- উত্তরের সুর

১৫ জানুয়ারি বিকাল ৩টা ৫ মি চ্যানেল আই

পরিচালক- শাহনেওয়াজ কাকলী

অভিনয়- লুসি, উৎপল, মেঘলা আদিত্য আলম

'উত্তরের সুর' জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিনেমা। রংপুর এলাকার একজন গায়েনের জীবন চিত্র নিয়েই নির্মাণ করা হয়েছে সিনামাটি। উত্তরের সুরের সাথে চলে আসে ভাওয়াইয়া গানের কথা। এ ছবিটি একজন গায়েনের গল্প নিয়ে। সে ঘুরে ঘুরে ভাওয়াইয়া গান করে। সঙ্গে থাকে তার মেয়ে। গায়েনের স্বপ্ন, তার এই মেয়ে একদিন বড় শিল্পী হবে। কিন্তু মায়ের ইচ্ছা, মেয়ে স্কুলে যাক। কারণ, স্কুলে পড়ার বিনিময়ে খাবার দেওয়া হয়। কিন্তু গান গেয়ে কোনো উন্নতি হবে না। এখন আর কেউ গায়েনের দোতরা বাজানো গান শোনে না। সবাই ক্যাসেট আর সিডি কেনে। যে বটগাছের নিচে সবাই ভিড় করে গায়েনের গান শুনত, সেখানে এখন ক্যাসেট ও সিডি বিক্রি হয়।গান পাগল চাঁন মিয়া তার মেয়ে আয়শাকে সঙ্গে নিয়ে দিন-রাত কাটায় পথে-ঘাটে। নানারকম মানুষের সঙ্গে তার চেনাজানা হয়। গায়েনের জীবনে ঘটা টুকরো টুকরো ঘটনা নিয়েই এগিয়ে যায় ছবির গল্প।রংপুরের গঙ্গাচড়া, তারাগঞ্জ, মহিপুর হাট, নির্বাক রেলস্টেশন ও রংপুর শহরে ছবিটির শুটিং করা হয়েছে।ছবির তিনটি চরিত্রে অভিনয় করেছেন লুসি, পল ও শিশুশিল্পী মেঘনা। সঙ্গে আছেন রংপুরের থিয়েটারের সঙ্গে সংশ্লিষ্ট নাট্যকর্মীরা।
চ্যানেল আইতে ১৫ জানুয়ারি বিকাল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিনেমা উত্তরের সুর। ছবিটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। অভিনয় করেছেন লুসি, উৎপল, মেঘলা আদিত্য আলম।


মুভি

 >  Last ›