আইকনিক টিউনস-এর অতিথি আগুন
১৫ জানুয়ারি রাত ১১টা ৫০ মি:, চ্যানেল নাইন
প্রযোজনা: সাইফ উদ্দিন রিফাত
চ্যানেল নাইনের সাপ্তাহিক লাইভ স্টুডিও কনসার্ট ‘আইকনিক টিউনস’। বছরের শুরুতেই একটু ভিন্ন ও বৃহৎ পরিসরে শুরু হয়েছে এই অনুষ্ঠান। সংগীত জগতের এ প্রজন্মের শিল্পীরা বাংলা ব্যান্ড, নজরুল, রবীন্দ্র সংঙ্গীত, ফোক গানের ট্রিভিউট করবেন। এবারের পর্বে থাকছে ‘আগুন’।
সাইফ উদ্দিন রিফাত-এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৫ জানুয়ারি রাত এগারটা ৫০ মিনিটে।
সাতদিন/এমজেড/১৪জানুয়ারি২০১৫