ভিন্নধর্মী আলোচনা অনুষ্ঠান ‘তিন গ’
১৫ জানুয়ারি রাত ১১টা, এসএ টিভি
অতিথি: অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক ড. গোলাম রহমান ও অধ্যাপক ড. জিয়াউর রহমান
বিষয়: রাজনীতিতে সহিংসতা ও গণমাধ্যমে সহিংসতার খবর
উপস্থাপনা ও পরিচালনা: নাজমূল আশরাফ
গবেষণা ও সমন্বয়: নাজমুল হক
প্রযোজনা: রেজাউল করিম রেজা
এসএ টেলিভিশনের বার্তা প্রধান নাজমূল আশরাফ-এর উপস্থাপনা ও পরিচালনায় গত ১২ জুন ২০১৪ থেকে প্রতি বৃহস্পতিবার প্রচারিত হচ্ছে ভিন্নধর্মী আলোচনা অনুষ্ঠান ‘তিন গ’। এখানে তিন গ বলতে বোঝানো হয়েছে—গণতন্ত্র, গণমাধ্যম এবং গণমানুষ।
অনুষ্ঠনে আমন্ত্রণ জানানো হয় দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী এবং বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিবর্গকে। এছাড়া তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০/১২ জন শিক্ষার্থী। তরুণ অতিথিরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার মধ্য দিয়ে আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকেন।
অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত এবং দুই ভাগে দুটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবারের পর্বের প্রথম ভাগের বিষয় রাজনীতিতে সহিংসতা। এই ভাগে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান এবং প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক মামুন আহমেদ।
অনুষ্ঠানের দ্বিতীয় ভাগের বিষয় গণমাধ্যমে সহিংসতার খবর। এ বিষয়ে আলোচনা করতে উপস্থিত থাকবেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র অধ্যাপক ড. গোলাম রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়াউর রহমান।
সাতদিন/এমজেড/১৪জানুয়ারি২০১৫