একক নাটক ভেজাল

১৬ জানুয়ারি রাত ৯টা ৩০ মি চ্যানেল নাইন

রচনা- ইলোরা লিলিথ
পরিচালনা- আকরাম খান

অভিনয়- মোশাররফ করিম, সেজুতি, হেলেন, হাসান জাহিদ, নোমান শরিফ

আত্মীয় পরিজনহীন মানিক মনোহারীর দোকানদার। সে সৎ সরল খানিকটা ভীরু। এক ঘটক হঠাৎ পরির মতো এক মেয়ের ছবি দেখায়। কিন্তু বাসর ঘরে নতুন বউয়ের ঘোমটা খুলতেই মানিক হতবাক হয়ে যায়। এ তো সে মেয়ে নয়! অভিমানী মানিক জমানো টাকাগুলো পকেটে পুরে দোকান বিক্রি করে গ্রাম ছেড়ে মফস্বলে চলে আসে। এক ব্যাপারীর কাছে কাজ নেয় মানিক। কাজ ফলমূলের মধ্যে ফরমালিন মেশাবার। একরাতে পুলিশে নিয়ে ধরে নিয়ে যায় মানিককে। হাজতবাসে হাজার ভেবেও মানিক তার জীবনের কোন অর্থ খুজে পায় না। পার্কে, গভীর রাতে সবচেয়ে দামি বিষ খেয়ে চিরনিদ্রায় শায়িত হয় সে।

গাছের পাতার ফাঁক গলে সকালের সোনালী আলো যখন তার চোখে পড়ে মানিক কেন মারা পড়েনি তাই ভেবে আশ্চর্য হয়। দোকানি হেসে বলে আজ কাল সব কিছুতেই ভেজাল। একক নাটক ‘ভেজাল’এ মানিকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে আরো আছেন সেজুতি, হেলেন, হাসান জাহিদ, নোমান শরিফসহ আরও অনেকে। ইলোরা লিলিথের রচনা অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন আকরাম খান। শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত হবে নাটকটি।


নাটক

 >  Last ›