সিনেমা: গঙ্গাযাত্রা

১৭ জানুয়ারি দুপুর ১টা চ্যানেল আই

পরিচালনা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড
অভিনয়: পপি, ফেরদৌস, সিমলা, শহীদুল আলম সাচ্চু, সাবরিনা

গঙ্গাযাত্রা ছবিটি শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ শিশুশিল্পী, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ মেকআপম্যান ও শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ক্যাটাগরিতে ২০০৯ সালে সর্বমোট ০৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেয়।

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, ফেরদৌস, সিমলা, শহীদুল আলম সাচ্চু, সাবরিনা।

সিনেমার কাহিনীতে দেখা যায় রূপাকে শিশুকন্যা নীপাসহ তার স্বামী পতিতালয়ে বিক্রি করে দেয়। স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আকুল রূপা তার খদ্দেরকে বিশ্বাস করে প্রতারিত হয়। একসময় পতিতালয়ের মাসী শিশুকন্যাকে নিজকক্ষে রেখেই খদ্দেরকে সেবা দেয়ার জন্য রূপাকে চাপ দেয়। ফলে জীবনের প্রতি বিশ্বাস হারানো রূপা তার কন্যাসহ আত্মহত্যা করে। দুটো লাশ সমাহিত করার জন্য বয়ে নিয়ে চলে ডোম প্রকাশ ও ডোমকন্যা সুধামনি। কিন্তু ধর্ম, সমাজ লাশদুটো সমাহিত করতে বাধা দিতে থাকে। এমনকি সরকারের খাস জায়গায়ও লাশ দুটোর জায়গা হয় না।


মুভি

 >  Last ›