বেলাশেষে’র অতিথি নার্গিস আক্তার ও ফারাহ রুমা
১৬ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মি:, এসএ টিভি
প্রযোজনা: কাজী চপল
১৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে নার্গিস আক্তার পরিচালিত চলচ্চিত্র ‘পুত্র এখন পয়সাওয়ালা’। এই সিনেমাটিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন ফারাহ রুমা। চলচ্চিত্র জগতের এই দুই তারকাকে দেখা যাবে সান্ধ্যকালিন আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হিসেবে।
নার্গিস আক্তার দীর্ঘদিন ধরে চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করে যাচ্ছেন। ‘মেঘের কোলে রোদ’, ‘অবুঝ বউ’, ‘মেঘলা আকাশ’, ‘চার সতীনের ঘর’সহ আরও বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হয়েছেন তিনি।
অপরদিকে ফারাহ রুমা টেলিভিশনের সাথে যুক্ত আছেন ছোটবেলা থেকেই। নাচ, অভিনয় এবং মডেলিং করে আসছেন দীর্ঘ দিন ধরে। কাজ করেছেন বিবি রাসেলের সঙ্গে, র্যাম্প মডেল হিসেবে। ‘পুত্র এখন পয়সাওয়ালা’ শিরোনামের চলচ্চিত্রটিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হতে যাচ্ছে।
সাতদিন/এমজেড/১৫জানুয়ারি২০১৫