একক নাটক- অমিতের লাবণ্য
১৬ জানুয়ারি রাত ৮টা বৈশাখী টিভি
অভিনয়: মেহজাবিন, সজল ও হাসান জাহাঙ্গীর
অমিতের সঙ্গেই ছিল মেহজাবিনের সম্পর্ক। কিন্তু দীর্ঘদিনের প্রেমিক অমিতকে ফাঁকি দিয়ে মেহজাবিন হঠাৎ বিয়ে করে ফেললেন হাসান জাহাঙ্গীরকে। বিষয়টি নিয়ে খুবই আপসেট অমিত। হাসানের বাড়ি-গাড়ি আছে বলেই কি মেহজাবিন অর্থের লোভে তাকে বিয়ে করেছেন? নাকি বাবা-মা অমিতকে মেনে নেয়নি বলে বাধ্য হয়ে এ বিয়েতে রাজি হয়েছেন। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে নাটক অমিতের লাবণ্য। এতে অভিনয় করেছেন লাক্সতারকা মেহজাবিন, সজল ও হাসান জাহাঙ্গীর। নাটকটি রাত ৮টায় বৈশাখী টিভিতে প্রচার হবে।