মুক্তি পাচ্ছে মাহি-অঙ্কুশ অভিনীত
রোমিও ভার্সেস জুলিয়েট
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ-এর যৌথ প্রযোজনায় মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘রোমিও ভার্সেস জুলিয়েট’। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের আবদুল আজীজ এবং ভারতের অশোক পাতিল। নায়ক-নায়িকাও নির্বাচিত হয়েছে দুদেশ থেকে। বাংলাদেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহী’র বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা অঙ্কুশ। সব মিলিয়ে এটি পূর্ণাঙ্গভাবেই দুই দেশের চলচ্চিত্র।
গত মঙ্গলবার ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী হয়। ছবিটি বাণিজ্যিকভাবে বাংলাদেশ ও ভারতে প্রদর্শিত হবে ১৬ জানুয়ারি থেকে। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও বলাকা সিনেমা হল’সহ ৯১টি সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হবে। কলকাতা, লন্ডন এবং বাংলাদেশে সিনেমটির শুটিং সম্পন্ন হয়েছে।
সাতদিন/এমজেড/১৫জানুয়ারি২০১৫