A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

গানে গানে দেশে দেশে গাইবেন মৌটুসি ও বাদশা বুলবুল | সাতদিন

গানে গানে দেশে দেশে গাইবেন মৌটুসি ও বাদশা বুলবুল

১৬ জানুয়ারি রাত ৯টা ৫ মি: বাংলাভিশন

উপস্থাপনা: সৈয়দ আব্দুল হাদী

বাংলা গানসহ পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতা সমৃদ্ধ গান নিয়ে অনুষ্ঠান ‘গানে গানে দেশে দেশে’। বাংলাভিশনের সাপ্তাহিক এ গানের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন এসময়ের জনপ্রিয় কণ্ঠ শিল্পী নাজনীন মৌটুসি ও বাদশা বুলবুল। গান গাইবেন গানে গানে দেশে'র উপস্থাপক বাংলা সিনেমার কিংবদন্তী কণ্ঠ শিল্পী সৈয়দ আব্দুল হাদী। বাংলা এবং বিভিন্ন ভাষার পুরনো ও নতুন গানের সম্ভার নিয়ের এ অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৬ জানুয়ারি শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে।
সাতদিন/জেকে/১ জান ১৪