বেলাশেষে’র অতিথি কামরুল আহসান খান
১৭ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মি:, এসএ টিভি
প্রযোজনা: কাজী চপল
কামরুল আহসান খান একজন বীর মুক্তিযোদ্ধা ও সোস্যাল এক্টিভিস্ট। ছাত্র জীবনে তিনি বাম রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন। তিনি ছিলেনে উদিচী শিল্পগোষ্ঠী’র প্রথম নির্বাহী সম্পাদক। এ ছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে কামরুল আহসান খান অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। তবে প্রায়ই দেশে আসেন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রেখেছেন।
এই গুণী ব্যক্তিত্বকে দেখা যাবে এসএ টেলিভিশনের আড্ডা-আলোচানার অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হিসেবে। কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৭ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড/১৫জানুয়ারি২০১৫