সজল ও শশী

এক বিরতির টেলিফিল্ম
দ্য সুপারস্টার

১৭ জানুয়ারি দুপুর ১২টা ১৫ মি:, মাছরাঙা টেলিভিশন

রচনা ও পরিচালনা: আফজাল হোসেন মুন্না
অভিনয়: সজল, শশী, শম্পা রেজা

নাটকের গল্প গড়ে উঠেছে সাধারণ একটি ছেলের তারকা হওয়ার ঘটনা নিয়ে। সেই সঙ্গে তুলে ধরার চেষ্টা হয়েছে বাংলাদেশের মিডিয়া ও সমাজের নানা দিক।

আফাজাল হোসেন আফজাল হোসেন মুন্না’র রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, শশী, শম্পা রেজা প্রমূখ। টেলিফিল্মটি প্রচারিত হবে ১৭ জানুয়ারি, শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে।

সাতদিন/এমজেড/১৫জানুয়ারি২০১৫


নাটক

 >  Last ›