এক বিরতির নাটক- রঙের মেলা

রাত ৮টা ৩০মিঃ, এশিয়ান টিভি বুধ ও বৃহস্পতিবার

পরিচালনা- মোশারফ হোসেন লিটন
অভিনয়- রুনা খান, মিমো, প্রাণ রায়, নাফিজা, সিদ্দিক, হাসান জাহাঙ্গীর
রশীদপুর গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির নাম সলেমান পাটোয়ারী। নিজের শিক্ষাকে অপব্যবহার করে গ্রামের সহজ সরল অশিক্ষিত আক্কাস আমীর সরলতাকে কাজে লাগিয়ে জমি রেকর্ডের সময় আক্কাস আলীর জমি নিজের নামে রেকর্ড করে মধ্যবিত্ত থেকে ধনী হয়ে যায়। কথায় আছে কৃপণের ধন রাখে না মান। ঠিক তেমনি তিন ছেলের মধ্যে মেঝ ছেলে মিলন ছাড়া বাকি দুজন মামুন ও সুমন বাউন্ডুলে। এদের কারণে সলেমান পাটোয়ারী দুঃখের সীমা নেই। ঘটনার এক পর্যায়ে মৃত আক্কাস আলীর ছেলে জয়নাল প্রতিশোধ নিতে সলেমান পাটোয়ারীর বাড়িতে ছলে বলে কৌশলে নিজের আপন বোন কুলসুমকে কাজের মেয়ে হিসেবে যোগদান করায়। শুরু হয় এক অন্য রকম ট্রাজেডিক্যাল রসাত্মক কাহিনী।

২৭ মে ২০১৫

নাটক

 >  Last ›