বেলাশেষে’র অতিথি রানা তাসলিম উদ্দিন

১৮ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মি:, এসএ টিভি

রানা তাসলিম উদ্দিন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে পর্তুগালের রাজধানী লিসবেন-এর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে লিসবেন শহরে যান। তিনি ১৮ বছর সেখানকার স্থানীয় ট্রাইব্যুনালে দোভাষী হিসেবে কাজ করেছেন। পর্তুগালের জনগণের সাথে সেখানে বসবাসরত বাংলাদেশীদের সেতুবন্ধন রচনায় তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন।

রানা তাসলিম উদ্দিনের পৈতৃক বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুরে। অল্প বয়সেই তিনি পরিবারের সাথে ঢাকা আসেন। উচ্চতর শিক্ষা সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে। বর্তমানে তিনি নিজস্ব ব্যবসা পরিচালনার পাশাপাশি জড়িত আছেন নানা ধরনের সমাজ সেবামূলক কাজে।

রানা তাসলিম উদ্দিনকে দেখা যাবে এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান বেলাশেষে’র অতিথি হিসেবে। কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে বিকাল ৫টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড/১৭জানুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›