সন্ধ্যার মেঘমালার বিশেষ পর্ব

১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা ২০ মি:, এসএ টিভি

প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু

এসএ টেলিভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে ‘সন্ধ্যার মেঘমালা’। বৈঠকী গানের এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুণী শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। স্বাভাবিকভাবে প্রতি পর্বে একজন শিল্পী অতিথি হিসবে উপস্থিত থাকেন।

১৮ জানুয়ারি সন্ধ্যায় প্রচার করা হবে অনুষ্ঠানটির বিশেষ পর্ব। এই পর্বে একাধিক গুণী শিল্পী অতিথি হিসেবে থাকছেন। অনুষ্ঠানের সহকারি প্রযোজক মনি পাহাড়ী সাতদিনকে এই তথ্য জানান।

সাতদিন/এমজেড


আড্ডা ও আলোচনা

 >  Last ›