মমতাজ উদদীন আহমদের জন্মদিনে বিশেষ নাটক
ফিরে এসো সজনী
রাত ৯টা, এনটিভি
রচনা: মমতাজ উদদীন আহমেদ
পরিচালনা: কৌশিক শংকর দাস
অভিনয়: জিতু আহসান, শশী, কাজী উজ্জল, শারমিন
৫০ এর কোঠায় পৌঁছানো লেখক কাজল মাহমুদের সাথে তার কমবয়সী তৃতীয় স্ত্রী সজনীর মানসিক দন্দ্ব, বয়সের ব্যবধানের কারনে বোঝাপড়ার অভাব, আগের দুই স্ত্রী পাখি ও সন্ধ্যার সাথে সজনীকে নিয়মিত তুলনার কারণে দাম্পত্য কলহ। এসব বিষয় নিয়ে গড়ে উঠেছে নাটক ‘ফিরে এসো সজনী’র গল্প।
এনটিভিতে নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়। অধ্যাপক মমতাজ উদদীন আহমদের রচনায় নাটকটির টিভি নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল। কৌশিক শংকর দাশের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- জিতু আহসান, শারমীন জোহা শশী, শারলীন ফারজানা, কাজী উজ্জল ও হারুন অর রশীদ।
সাতদিন/এমজেড১৭জানুয়ারি২০১৫