আলাপের অতিথি জিনাত সানু স্বাগতা
১৯ জানুয়ারি সকাল ১০টা ১০ মি:, বৈশাখী টেলিভিশন
উপস্থাপনা- শান্তা
প্রযোজনা- পলাশ মাহবুব
ছোটপর্দার দর্শকনন্দিত অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। শিল্পের প্রতিটি শাখায়ই তার পদচারণা রয়েছে। নৃত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, উপস্থাপনা ও স্টেজ পারফরমেন্সের মাধ্যমে তিনি সব শ্রেণীর দর্শক-শ্রোতাদের মন কেড়ে নিয়েছেন। সেই সঙ্গে স্ব-উদ্যোগেই গড়ে তুলেছেন ব্যান্ডদল 'মহাকাল'। বৈশাখী টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আলাপ’ এর অতিথি হয়ে আসছেন তিনি। কথপোকথনের এই অনুষ্ঠান প্রতিদিন সকালে বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়। প্রতি পর্বে একজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। আড্ডা-আলোচনার মাধ্যমে উঠে আসে আমন্ত্রিত অতিথির সাফল্য-ব্যর্থতার গল্প, ভবিষ্যৎ ভাবনা ইত্যাদি বিষয়।
জিনাত সানু স্বাগতা একাধারে অভিনয়, মডেলিং, গান এবং উপস্থাপনায় পারদর্শী। বর্তমানে অভিনয়, মডেলিং, গান এবং উপস্থাপনায় সমানতালে আপন গতিতে কাজ করে চলেছেন। তিনি ৩১ আগস্ট জন্মগ্রহণ করেন। তার বাবা খোদা বখশ শানু একজন সংগীত শিক্ষক। শৈশবে বাবার হাতেই তার গানের হাতেখড়ি। স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া’ বিষয়ে পড়াশোনা করছেন স্বাগতা। অসংখ্য নাটকে অভিনয় করেছেন। উপস্থাপনা করছেন বেশ কয়েকটি গানের অনুষ্ঠানের। বড় পর্দায় শত্রু শত্রু খেলা, অশান্ত মন, কোটি টাকার ফকির, সূচনা রেখা সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। নিজের ব্যান্ড 'মহাকাল' থেকে ব্যান্ডদলের শিরোনামেই অ্যালবাম প্রকাশ করেছেন জিনাত সানু স্বাগতা।
পলাশ মাহবুবের প্রযোজনায় "আলাপ" উপস্থাপনা করেছেন শান্তা। প্রচারিত হবে ১৯ জানুয়ারি সকাল ১০টা ১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে।
সাতদিন/জেকে/১৯জান১৫