রাত ১১টা ৩০ মি, মাছরাঙা টেলিভিশন
বাউল গানের আয়োজন
সাঁইজির বারামখানা
প্রযোজনা: মনিরুজ্জামান খান
২০১২ সালে লালন উৎসবকে কেন্দ্র করে মাছরাঙা টেলিভিশনের উদ্যোগে আয়োজন করা হয় বাউল সংগীতের বিশেষ আসর ‘সাঁইজির বারামখানা’। বাউল গানের এই আসর বসেছিল কুষ্টিয়ায় লালন সাধক শফি মণ্ডলের বাড়িতে। এই আসরে সংগীত পরিবেশন করেন শফি মন্ডল ও তার শিষ্য জনপ্রিয় লালনসংগীত শিল্পী আনুশেহ আনাদিল, সুমী, লিনা মন্ডল, টিনা মন্ডল, আকাশ বাউল, এাজ ফকির, কামাল পাশা, মুনা, সরকার আমিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, শরিফুল বাউল, জাফর ইকবাল, কানন, রুস্তম ফকির, ক্ষুদে গানরাজ মুন্না ও ক্লোজ আপ ওয়ান তারকা আশা আলীম।
অনুষ্ঠানটির ধারণকৃত অংশ ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। মনিরুজ্জামান খানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি সোমবার রাত ১১টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড