বেলাশেষের বিশেষ আয়োজনে ত্রয়ী, শুভাগতা ও এলিনা

১৯ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মি:, এসএ টিভি

১৯ জানুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১২ সালের এই দিনে যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘বেলাশেষে’র বিশেষ আয়োজনে আড্ডায় মেতে উঠবেন এই অনুষ্ঠানেরই তিন উপস্থাপিকা—ত্রয়ী শাহাদাত, শুভাগতা শিমু এবং এলিনা শাম্মী।

‘বেলাশেষ’র প্রতি পর্বে পেশাগত জীবনে সফল একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। উপস্থাপিকার সাথে আড্ডা-আলোচনার মধ্য দিয়ে তিনি জানান তাঁর জীবনের নানা অজানা কথা, সংগ্রাম ও সফলতার গল্প। অনুষ্ঠানের প্রযোজক কাজী চপল সাতদিনকে জানান, এসএ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিদিনের এই অনুষ্ঠানে একটু ভিন্ন আমেজ আনতে তিন উপস্থাপিকাকে নিয়ে আড্ডার আয়োজন করা হয়েছে। এই তিন উপস্থাপিকা বিভিন্ন সময়ে এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন।

সাতদিন/এমজেড/১৮জানুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›