ফারিয়া ও এবিএম সুমন

ইয়ং স্টার-এ ফারিয়া ও এবিএম সুমন

১৯ জানুয়ারি রাত ১০ টা, এশিয়ান টিভি

উপস্থাপনা: দেবাশিষ বিশ্বাস

লাক্স তারকা ফারহানা শাহরীন ফারিয়া ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সুমন আসছেন এশিয়ান টিভি’র আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘ইয়ং স্টার’-এর অতিথি হয়ে। নোয়াখালী’র মেয়ে ফারিয়া ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’-এর রানার আপ হয়েছিলেন। মডেলিং-এর পাশাপাশি তিনি নিয়মিত অভিনয় করছেন। সামিয়া জামান পরিচালিত ‘ছেলেটি’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়।

এদিকে এবিএম সুমনও মডেলিং থেকে অভিনয় জগতে আসেন। দীর্ঘ দিন অস্ট্রেলিয়ায় বসবাসকারী এই অভিনেতা ‘অচেনা হৃদয়’ ও ‘রূদ্র দ্য গ্যাংস্টার’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া ছোট পর্দায়ও তিনি অভিনয় করেছেন।

জনপ্রিয় উপস্থাপক দেবাশিষ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৯ জানুয়ারি রাত ১০টায়।

সাতদিন/এমজেড/১৮জানুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›