একুশের সৃজনশীল সন্ধ্যায় জেসমিন আবেদিন
১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা, একুশে টেলিভিশন
প্রযোজনা: শাওন রায় চৌধুরী
একুশে টেলিভিশনের নিয়মিত আড্ডাআলোচনার অনুষ্ঠান ‘একুশের সৃজনশীল সন্ধ্যা’। এই অনুষ্ঠানের প্রতি পর্বে একজন সৃজনশীল মানুষকে আমন্ত্রণ জানানো হয়। তাঁর সাথে চলে আড্ডা ও গল্প। এভাবে উঠে আসে অতিথির জীবনের নানা কথা। অনুষ্ঠানটি একুশে টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
‘একুশের সৃজনশীল সন্ধ্যা’র এবারের অতিথি জেসমিন আবেদিন। তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার। শাওন রায় চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে একুশে টেলিভিশনে, সন্ধ্যা ৬টায়।
সাতদিন/এমজেড/১৯জানুয়ারি২০১৫