সময়ের ডানায় নচিকেতা
২০ জানুয়ারি রাত ৮টা, এসএ টিভি
সমাজসচেতন কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার নচিকেতা চক্রবর্তী। ৯০-এর দশকে তাঁর ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশিত হলে এই ভারতীয় বাঙালি শিল্পী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সমাজের নানান ধরনের অন্যায়, বৈষম্য, অপরাধ ও ভণ্ডামীর বিরুদ্ধে গানের মাধ্যমে সোচ্চার হয়েছেন এই শিল্পী। এসএ টেলিভিশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘সময়ের ডানায়’-এর অতিথি হয়ে আসছেন এই শিল্পী।
নচিকেতা চক্রবর্তী’র জন্ম ১৯৬৫ সালে, ভারতের কলকাতায়। ৯০-এর দশকে নচিকেতা, কবীর সুমন ও অঞ্জন দত্ত বাংলা গানের জগতে এক নতুন ধারার প্রবর্তন করেন। তাঁদের গাওয়া গানগুলো জীবনমুখী গান হিসেবে পরিচিতি পায়। নচিকেতা চক্রবর্তী জীবনমুখী গানের জগতের এক অগ্রপথিক। তাঁর প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। এরপর প্রকাশিত হয়েছে তাঁর অসংখ্য অ্যালবাম। ‘কে যায়’, ‘কুয়াশা যখন’, ‘দলছুট’, ‘একলা চলতে হয়’ ইত্যাদি তাঁর জনপ্রিয় অ্যালবাম। একক অ্যালবামের পাশাপাশি তিনি শুভমিতা, প্রীতম, কোয়েল প্রমূখ তরুণ শিল্পীদের সাথে যৌথ অ্যালবামও প্রকাশ করেছেন।
সাতদিন/এমজেড/১৯জানুয়ারি২০১৫