বেলাশেষে’র অতিথি আরিফ

২০ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মি:, এসএ টিভি

প্রযোজনা: কাজী চপল

২০১৩ সালে এসএ টেলিভিশনে প্রচারিত গানের প্রতিযোগিতা বাংলাদেশী আইডল। এই প্রতিযোগিতার সেরা তিন শিল্পী’র একজন হলেন আরিফ। তিনি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। জয়ের দাদা বেহালা বাজিয়ে গান করতেন। তাঁর অনুপ্রেরণায় বড় হয়ে প্রিজনার নামের একটি ব্যান্ড গঠন করেন জয়।

জয় আসছেন এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান বেলাশেষে’র অতিথি হয়ে। কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে বিকাল ৫টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড/১৯জানুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›