বেঙ্গলের আয়োজনে উচ্চাঙ্গসংগীতের আসর
২০ জানুয়ারি সন্ধ্যা ৬টা
কেআইবি অডিটোরিয়াম, ফার্মগেট, ঢাকা
পণ্ডিত উদয় ভাওয়ালকর এবং পণ্ডিত উলহাস কাশালকর-এর সাথে একই আসরে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের শিল্পী প্রিয়াঙ্কা গোপ। ‘মায়ার মাধুরী’ শীর্ষক এই আয়োজনের মধ্যদিয়ে পণ্ডিত উলহাস কাশালকরের ৬০তম জন্মদিন পালিত হবে। ফার্মগেটের কৃষিবিদ অডিটোরিয়ামে ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই আসর। আসরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আসর শুরু হবে প্রিয়াঙ্কা গোপের খেয়াল পরিবেশনার মধ্য দিয়ে। তবলায় তাঁকে সহযোগিতা করবেন ইফতেখার আলম প্রধান। এরপর ধ্রুপদ পরিবেশন করবেন বিখ্যাত পণ্ডিত উদয় ভাওয়ালকর। তাঁর সাথে পাখোয়াজে সঙ্গত করবেন প্রতাপ আওয়াদ। সর্বশেষ শিল্পী হিসেবে মঞ্চে আসবেন পণ্ডিত উলহাস কাশালকর। তাঁর সাথে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত সুরেশ তালওয়ালকর।
সাতদিন/এমজেড/২০জানুয়ারি২০১৫