A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

সময়ের ডানায় ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী | সাতদিন

সময়ের ডানায় ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী

২১ জানুয়ারি রাত ৮টা, এসএ টিভি

উপস্থাপনা: ফারাহ শারমিন
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু

ঐতিহ্যবাহী সংগীত পরিবারের দুই সদস্য ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। দীর্ঘ দিন তাঁরা সংগীত জগতে বিচরণ করছেন এবং শ্রোতাদের উপহার দিয়ে যাচ্ছেন অসাধারণ সব গান। তাঁরা অনুপ্রেরণা পেয়েছেন তাঁদের পিতা প্রবাদপ্রতীম সংগীতশিল্পী মাহমুদ উন নবী’র কাছ থেকে। দুই বোনকে একসাথে দেখা যাবে এসএ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘সময়ের ডানায়’-এর অতিথি হিসেবে।

১৯৭৯ সালে গায়িকা জীবন শুরু করে তিন যুগ ধরে সাফল্যের সাথে গান গেয়ে যাচ্ছেন ফাহমিদা নবী। ফাহমিদা মূলত আধুনিক বাংলা গান গেয়ে থাকেন। এছাড়া রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলসঙ্গীতও গেয়ে থাকেন।

বাবা মাহমুদুন্নবী এবং মা রশিদা চৌধুরীর কাছে সামিনা চৌধুরী’র গান শেখা শুরু। তিনি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ধ্রুপদী সঙ্গীত শিখতে শুরু করেন। ১৯৮১ সাল থেকেই তিনি চলচ্চিত্রের গানে কন্ঠ দিতে শুরু করেন। তখন তিনি ক্লাস এইটের ছাত্রী।

কামরুজ্জামান রঞ্জুর প্রযোজনায় ‘সময়ের ডানয়’ প্রচারিত হবে রাত ৮টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ফরাহ শারমিন।

সাতদিন/এমজেড/২০জানুয়ারি২০১৫