এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সংগীতায়োজন
২১ জানুয়ারি সকাল ১০টা ৫ মি:, এসএ টিভি
সঙ্গীতশিল্পী: সৌরিন, রিংকু, পারভেজ, লিজা ও পুতুল
১৯ জানুয়ারি ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১২ সালের এই দিনে যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। দিবসটি উপলক্ষ্যে চ্যানেলটিতে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘উৎসবের রঙে ২ বছর’। এতে অংশ নিবেন বাংলাদেশের সংগীত জগতের তারকা শিল্পী সৌরিন, রিংকু, পারভেজ, লিজা ও পুতুল।
সাতদিন/এমজেড/১৮জানুয়ারি২০১৫