এবারের অ-এর গল্প ‘অন্য ভূবনের সে...’

২১ জানুয়ারি রাত ৯টা ৫ মি:, বাংলাভিশন

পরিচালনা: তানভীর হোসেন প্রবাল
অভিনয়: রওনক হাসান, তানভীর হোসেন প্রবাল, লিসা জামান, মাসুম বাশার

অ-এর গল্পের এবারের পর্বে দেখা যাবে এক ব্যক্তি ও তার মৃত প্রেমিকা ঘিরে এক অলৌকিক গাল্প। প্রেমিকার মৃত্যুর পর এক ব্যক্তি বিয়ে করার সিদ্ধান্ত নেয় অন্য এক মেয়েকে। বিয়ের ঠিক আগে আগে তার মৃত প্রেমিকার আত্মা এসে হাজির হয় তার কাছে।

শামীম শাহেদ-এর উপস্থাপনায় ‘অ-এর গল্প’ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। ‘অন্যভুবনের সে...’ নামে এই পর্বটিতে অভিনয় করেছেন রওনক হাসান, তানভীর হোসেন প্রবাল, লিসা জামান, মাসুম বাশার প্র্রমুখ।

সাতদিন/এমজেড/২০জানুয়ারি২০১৫


নাটক

 >  Last ›