ক্যারিয়ার কেয়ারের এবারের বিষয় 'কাটারিং'

২১ জানুয়ারি রাত ৮ টা মোহনা টেলিভিশন

ক্যারিয়ার বিষয়ক সরাসরি অনুষ্ঠান ক্যারিয়ার কেয়ার। অনুষ্ঠানটিতে প্রতি পর্বে ক্যারিয়ারের একটি বিষয়ের উপর দর্শকদের বিভিন্ন তথ্য জানিয়ে দেন একজন অভিজ্ঞ অতিথি। মানুষ পড়াশুনা শেষ করে ভাবে কিভাবে তিনি তার ক্যারিয়ার সাজাবেন। কোন বিভাগে তার ক্যারিয়ার সফলতা অর্জন করবে। এ সব বিষয় নিয়ে মুলত ক্যারিয়ার কেয়ার । অনুষ্ঠানটিতে ক্যারিয়ারের সফলতা, ব্যর্থতা, সব ইত্যাদি দর্শকদের মাঝে তুলে ধরা হয়। দর্শকরা সরাসরি ফোনের মাধ্যমে অতিথির সাথে কথা বলতে পারেন ক্যারিয়ার বিষয়ে পরামর্শ পেতে পারেন। এ পর্বের বিষয় কাটারিং। দর্শকদের মাঝ থেকে প্রতি পর্বে দুইজন ফোন কলারকে চাকুরী জন্য নির্বাচন করা হয়।

ইবনুল জেবিনের প্রযোজনায় সপ্তাহের প্রতি বুধবার সরাসরি প্রচারিত হয় ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান‘‘ক্যারিয়ার কেয়ার’’।
সাতদিন/জেকে/২০জান২০১৫


ম্যাগাজিন

 >  Last ›