রান্নাঘরে নোভা
২২ জানুয়ারি রাত ৯টা ৩০ মি:, এসএ টিভি
প্রযোজনা: আবু জাফর রায়হান
জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারদিন ফিরোজ নোভা। ছোট পর্দায় দীর্ঘ দিন ধরে রয়েছে তাঁর উজ্জ্বল উপস্থিতি। অভিনয়, উপস্থাপনা, মডেলিং, সবখানেই রয়েছেন তিনি। ‘ইউ গট দ্য লুক’ নামের রিয়্যালিটি শো-এর মাধ্যমে মিডিয়া জগতে আসেন নোভা। তাঁর অভিনয়ে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে ‘লোটা কম্বল’সহ বেশ কিছু ধারাবাহিক নাটক। এ ছাড়া একক নাটক ও টেলিফিল্মে তাঁকে দেখা যায় নিয়মিত। সম্প্রতি তাঁকে দেখা গেছে বিচারকের ভূমিকায়। ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ প্রতিযোগিতায় তিনি বিচারকের দায়িত্ব পালন করেন। নোভাকে দেখা যাবে এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘স্টার লিংক রান্নাঘর’-এর অতিথি হিসেবে।
আবু জাফর রায়হান এর প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান ‘স্টার লিংক রান্নাঘর’। প্রতিটি পর্ব একজন উপস্থাপক দ্বারা সম্পন্ন হবে। অংশগ্রহনকারী হিসেবে প্রতি পর্বে অংশ নেবেন একজন শিক্ষানবিশ ও একজন সেলিব্রেটি। তাদের কোন একটি বিশেষ খাবার রান্না, রন্ধন প্রনালী এবং ঐ খাবারের পুষ্টিগুন ও অন্যান্য বিষয় উঠে আসবে এ অনুষ্ঠানে। উল্লেখ্য প্রতিটি পর্বে দুটি করে রেসিপি থাকবে। একটি ওভেনে তৈরি করা হবে অন্যটি চুলায় রান্না করা হবে। প্রতিটি অংশে সেট এ দুইজন চরিত্র থাকবে।
সাতদিন/এমজেড/২১জানুয়ারি২০১৫