বাংলা চলচ্চিত্র
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার
২২ জানুয়ারি বিকাল ৩টা ৫ মি:, চ্যানেল আই
পরিচানা: মোস্তফা সরোয়ার ফারুকী
অভিনয়: তিশা, মোশাররফ করিম, তপু, আবুল হায়াত
একজন অবিবাহিত নারী রুবা বসবাস করত মুন্না নামের এক ছেলের সাথে। মুন্না হঠাৎ এক খুনের দায়ে জেলে গেলে প্রাচীন সংস্কারের বিপরীতে চলা রুবা পড়ে যায় এক প্রতিকূল পরিস্থিতিতে। একদিকে সে মুন্নার প্রতি ভালোবাসা এবং দায়িত্ব বোধ করে অপরদিকে তাকে টিকে থাকার সংগ্রাম চালাতে হয়। এমন সময় রুবাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার পুরনো বন্ধু তপু। এক সময় সে তপুর প্রতি দুর্বল হয়ে পড়ে। এভাবেই এক নারীর গল্প চিত্রায়িত হয়েছে ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’-এ।
মোস্তাফা সরোয়ার ফারুকী পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০৯ সালে। এটি ৮৩তম অস্কার চলচ্চিত্র উৎসবের জন্য বাংলাদেশের পক্ষ থেকে মনোনিত হলেও তা চুড়ান্ত মনোনয়ন পায়নি। আন্তর্জাতিক অঙ্গনে বহু চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া এই সিনেমা ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১০’-এর সেরা পরিচালক পুরস্কার জয় করে। সিনেমাটির স্ক্রিপট লিখেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, আবুল হায়াত, তপু, রাশেদ উদ্দিন আহমেদ, লেখা হক প্রমূখ।
সাতদিন/এমজেড/২১জানুয়ারি২০১৫