তোমায় গান শোনাবো’র অতিথি মোখলেছুল ইসলাম নীলু
২২ জানুয়ারি রাত ১১টা, মাছরাঙা টেলিভিশন
উপস্থাপনা: কৌশিক শংকর দাশ
প্রযোজনা: সাইফুল ইসলাম
মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে গান পরিবেশন করবেন সংগীতশিল্পী মোখলেছুল ইসলাম নীলু। দুই ঘণ্টা ব্যাপ্তির বৈঠকি ঘরানার এ অনুষ্ঠানে নিজের পছন্দ ও দর্শকদের অনুরোধে বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি। গানের পাশাপাশি কথা বলবেন নিজের জীবনযাত্রা ও সঙ্গীত ভাবনার নানা দিক নিয়ে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সাইফুল ইসলাম। উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ।
সাতদিন/এমজেড/২১জানুয়ারি২০১৫