তারকালাপ এ আজকের অতিথি মিশা সওদাগর

২২ জানুয়ারি সকাল ১০টা ৪০ মি আর টিভি

উপস্থাপনায়: পারিহা লিমা
প্রযোজনা: এম সামসুদ্দিন মিঠু

আর টিভির প্রতিদিনকার সেলিব্রেটি আড্ডানুষ্ঠান প্রান ম্যাংগো তারকালাপ। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন করেন জনপ্রিয় সেলিব্রেটি উপস্থিত থাকেন। অনুষ্ঠানে দেখানো অতিথির প্রোফাইল জানানো হয় তার সম্পর্কে। আড্ডা-আলোচনার মাধ্যমে উঠে আসে আমন্ত্রিত অতিথির সাফল্য-ব্যর্থতার গল্প, ভবিষ্যৎ ভাবনা ইত্যাদি বিষয়। দর্শকরা সরাসরি কথা বলতে পারেন উপস্থিত তারকার সাথে।

এবারের পর্বে অতিথি হয়ে আসছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর।

মিশা সওদাগর ঢাকা বিশবিদ্যালয় থেকে গণিতে পড়াশোনা করেছেন। আটশো র মতো চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ১৯৮৬ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন। ১৯৯৪ সালে ‘যাচ্ছে ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক হিসেবে পর্দায় উপস্থিত হন এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। মিশা নায়কের ভূমিকায়ও অভিনয় করেন ১৯৯০ সালে ছট্কু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে। ‘অমরসঙ্গী’ ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন।

সম্প্রতি ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ চলচ্চিত্রটিতে নায়িকার বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মিশা সওদাগর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন।


আড্ডা ও আলোচনা

 >  Last ›