বিশেষ নাটক: ভিজে হাওয়া ভিজে ঢেউ

২২ জানুয়ারি রাত ১১টা, এটিএন বাংলা

রচনা: মহিউদ্দিন আহমেদ
পরিচালনা: সৈয়দ জামিম
অভিনয়: আনিসুর রহমান মিলন, পপি

পারিবারিক পছন্দে বিয়ে করার পর স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমায় গেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। সেখানে গিয়ে জানতে পারে, তার স্বামী আগেও একটি বিয়ে করেছিল। বউটি এখনো বর্তমান। এমন খবর শুনে তিনি মানসিকভাবে একদম ভেঙে পড়েন সদ্য বিবাহিতা এই নারী। পরবর্তীতে জানা যায়, এসবই কুচক্রী মহলের কারসাজি। যে মেয়েটি মোবাইল ফোনে পপির স্বামীর আগের স্ত্রী বলে নিজেকে দাবি করেছে সেই আসল হোতা। ফাঁদে ফেলে সদ্য বিবাহিতাকে কিডন্যাপ করে তারা। অতঃপর তার স্বামীর কাছে মুক্তিপণ হিসেবে দাবি করে পাঁচ লাখ টাকা।

এমনই একটি গল্পকে উপজীব্য করে নাটক লিখেছেন নাট্যকার মহিউদ্দীন আহমেদ। নাটকের নাম ভেজা ঢেউ ভেজা হাওয়া। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও পপি।

সাতদিন/এমেজেড/২১জানুয়ারি২০১৫


নাটক

 >  Last ›